দ্য রিপোর্ট ডেস্ক : বেশ খোশমেজাজে আছেন ‌বিদ্যা বালান। বলিউডের নামজাদা পরিচালক ও মুখ্য অভিনেতা হিসেবে গত বছর প্রায় সব পুরস্কার পাওয়া ফারহান আখতারের সঙ্গে বিদ্যার মুক্তি প্রতীক্ষিত ছবি ‘শাদি কি সাইড ইফেক্টস’ আসছে শিগগিরই।

সম্প্রতি টানা ৫১ দিন শুটিং চলে শেষ হলো বিদ্যার আরেক ছবি ‘ববি জাসুস’ এর কাজও। সব মিলিয়ে ভালোই আছেন বিদ্যা। তবে নতুন খবর হলো- বিদ্যা বালান এবার মা হতে চলেছেন!

না, নতুন কোনো চলচ্চিত্রে নয়, বাস্তবেই মা হতে যাচ্ছেন সিদ্ধার্থ রায় কাপুরের ঘরণী বিদ্যা। বেশ কয়েকটি গণমাধ্যম সম্প্রতি এমন প্রশ্নই তুলেছে। গোপন সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, মুম্বাইয়ের শহরতলির এক মাল্টি স্পেশ্যালিটি হাসপাতালে নাকি প্রায়ই দেখা যাচ্ছে বিদ্যাকে! কখনও কখনও নাকি পুরো পরিবারও তার সঙ্গে থাকছে।

ধারণা করা হচ্ছে, এর পেছনে থাকতে পারে সুখবরের আভাস! এদিকে বিদ্যা নিয়মিত হাসপাতালে গেলেও কেন যাচ্ছেন- সে ব্যাপারে সংবাদমাধ্যমে মুখ না খুলতে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করেছেন তিনি। হাসপাতাল আর বিদ্যার এই লুকোচুরির কারণেই গণমাধ্যমগুলো বিদ্যার মা হওয়া নিয়ে মূলত প্রশ্ন তুলছে।জাতীয় পুরস্কার পাওয়া গুণী অভিনেত্রী বিদ্যা বালান ২০১২ সালের ১৪ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন ‌ইউটিভির স্বত্বাধিকারী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে। সিদ্ধার্থ এর আগে বিয়ে করলেও বিদ্যার এটিই প্রথম বিয়ে।

(দ্য রিপোর্ট/এআর/কেএন/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)