নাটোরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
নাটোর সংবাদদাতা : সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নাটোরে জামায়াত-শিবিরের সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করেন।
এদিকে, হরতালে নাশকতা ঠেকাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার হরতালের শুরুতে নাটোর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা চলাচল করছে।
এদিকে, সকালে শহরের হরিশপুর এলাকা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি হরিশপুর দিয়ে মাদ্রাসা মোড় এলাকা প্রদক্ষিণ করে। এ ছাড়া শিবিরকর্মীরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৬, ২০১৪)