বান্দরবানে নিরুত্তাপ হরতাল
বান্দরবান প্রতিনিধি : জামায়াতে ইসলামীর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের তেমন প্রভাব পড়েনি পার্বত্য জেলা বান্দরবানে।
হরতালের সমর্থনে সকাল থেকে বান্দরবান-চট্টগ্রাম মহাসড়কের বাজালিয়া, দৈস্তিদারহাটসহ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে কোনো মিছিল-পিকেটিং করতে দেখা যায়নি।
সকাল থেকে শহর ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। তবে জেলা শহরসহ অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, বান্দরবানে হরতাল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বান্দরবান শহরসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/এএস/কেএন/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)