বরিশালে ২৫ মণ জাটকা উদ্ধার
বরিশাল সংবাদদাতা : বরিশালে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথঅভিযান চালিয়ে ২৫ মণ জাটকা উদ্ধার করেছে। বোরহানউদ্দিন থেকে আসা এমএল ধানসিঁড়ি লঞ্চ থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় এই জাটকা উদ্ধার করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, সংবাদ পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। উদ্ধার হওয়া মাছ নগরীর ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)