খাগড়াছড়ি প্রতিনিধি : বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) দক্ষিণ পূর্ব রিজিয়নের আন্তঃসেক্টর কাবাডি প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টর ৬৩-২৪ পয়েন্টে রাঙ্গামাটি সেক্টরকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। বিজিবি খাগড়াছড়ি সেক্টর সদর দফতরে বৃহস্পতিবার সকালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

খেলায় বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়ন কমান্ডা ব্রিগেডিয়ার জেনারেল মো. সৈয়দ আহমেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত সেক্টরের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব, বিজিবি’র দক্ষিণ পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন) লে. কর্নেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ১ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল কে এম আনজামুল হক, ২০ বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর আলম, ৩৯ বর্ডার গার্ডের অধিনায়ক মো. রবিউল ইসলাম, ৫১ বর্ডার গার্ডের লে. কর্নেল মো. আবুল কালাম আজাদ, ৫৪ বর্ডার গার্ডের লে. কর্নেল গাজী মোহাম্মদ শরীফুল ইসলাম, খাগড়াছড়ি সেক্টরের জিএসও-২ মেজর এএসএম রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত এসএমও ক্যাপ্টেন মো. মশিউর রহমানসহ বিজিবি’র  ব্যাটালিয়নের অধিনায়করা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের ৫টি সেক্টর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ছাড়াও গুইমারা, কক্সবাজার ও বান্দরবান সেক্টর অংশ নেয়।

(দ্য রিপোর্ট/এইচএমপি/ইইউ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)