ফজলুল হক তুহিন কবি ও প্রাবন্ধিক। ইতোমধ্যে তার বেশ কয়েকটি কবিতা ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। তার উল্লেখযোগ্য কাজ হলো আল মাহমুদের কবিতা নিয়ে পিএইচডি গবেষণা। দ্য রিপোর্টের পক্ষ থেকে তার সাক্ষাৎকার নিয়েছেন ওয়াহিদ সুজন

এবার কী কী বই আসছে?

এবাবের বইমেলায় আমার দুটি বই প্রকাশ হচ্ছে। প্রথমটি  হচ্ছে কবিতা- সরাও তোমার বিজ্ঞাপন, কবি প্রকাশনী, ঢাকা। অন্যটি গবেষণা- আল মাহমুদের কবিতা : বিষয় ও শিল্পরূপ, মাওলা ব্রাদার্স, ঢাকা।

বই দুটি সম্পর্কে বলুন?

‘সরাও তোমার বিজ্ঞাপন’ আমার তৃতীয় কাব্যগ্রন্থ। এর কবিতাগুলো সমকালীন সঙ্কটময় জীবন, সময় ও সমাজের শিল্পময়, ঐতিহ্যময় ও লোকসংস্কৃতির নানা উপাদানে নির্মিত। দীর্ঘ নয় বছরের কবিতাবলীর নির্বাচিত সঙ্কলন এই কাব্যগ্রন্থ। আশা করি পাঠক নতুন চিন্তাধারা, সৃজনশৈলী ও ঐতিহ্যের নয়া স্বাদ উপভোগ করতে পারবে। সঙ্গে সঙ্গে নতুন এক কাব্যভাষার সন্ধান পাবে।

আমার পিএইচডি গবেষণা গ্রন্থ আকারে প্রকাশ হচ্ছে- আল মাহমুদের কবিতা : বিষয় ও শিল্পরূপ। এই বইটিও দীর্ঘ আট বছরের গবেষণার ফসল। আল মাহমুদের কবিতার বিষয়বৈচিত্র্য ও শিল্পরূপ নিয়ে রচিত এই গ্রন্থে আল মাহমুদের সমগ্র কবিতার বিচার-বিশ্লেষণ করা হয়েছে। আল মাহমুদের কবিত্ব, কাব্যশক্তি, মৌলিকতা, স্বাতন্ত্র্য, বিষয়বৈচিত্র্য, নির্মাণশৈলী ও কাব্যভাষা নিয়ে বিস্তৃত ও গভীরভাবে আলোচনা করা হয়েছে। কবি কেন লোকঐতিহ্যের পথে হেঁটেছেন, আবার কিভাবে আধুনিকও হয়েছেন সমকালীন জীবন ও সমাজকে ধারণ করে এবং জীবনানন্দ দাশ ও জসীম উদদীনের কাব্যপথ থেকে কেন অন্য পথে চলেছেন তার উত্তর এতে পাওয়া যাবে। কবি বাংলাদেশের প্রতিনিধিত্ব কিভাবে করেছেন তাও এই বইয়ে স্বাক্ষরিত।

বই প্রকাশে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন কি?

বই প্রকাশে উপযুক্ত প্রকাশক পাওয়াই বড় সমস্যা। লেখকের শর্ত ও প্রকাশকের শর্ত মিল হওয়া এক্ষেত্রে সৌভাগ্যের ব্যাপার।

বইকে কিভাবে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া যায় বলে মনে করেন?

শক্তিশালী বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিটি জেলা গণগ্রন্থাগার এক্ষেত্রে সহযোগিতা করতে পারে।

মেলা থেকে বই কেনার পরিকল্পনা নিয়ে বলুন?

সৃজনশীল ও মননশীল কিছু বই কেনার ইচ্ছা আছে।

বইমেলার স্থান সম্প্রসারণের বিষয়টি কিভাবে দেখছেন?

যেহেতু অনেক প্রকাশনী, সেহেতু স্থান বাড়ানো দরকার ছিল। তবে তা হতে হবে লেখক, পাঠক ও ক্রেতাদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে। আবার তা যেন হয় পরিকল্পিত ও সুব্যবস্থাসম্পন্ন।

লেখালেখির ভবিষ্যত পরিকল্পনা কী?

লেখালেখি নিয়ে আগামীতে কিছু পরিকল্পনা আছে। কবিতা, প্রবন্ধ ও ছোটগল্প নিয়ে কাজ করতে চাই।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৬, ২০১৪)