দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনাবাদী শাসন সকল ফ্যাসিস্ট সরকারকে হার মানিয়েছে।

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, প্রভুদের খুশি করতেই প্রতিদিন একের পর এক বিরোধী নেতাকর্মীদের হত্যা করে দেশকে বিরোধী দল শূন্য করার চেষ্টা করছে সরকার। জনগণকে উপহার দিচ্ছে মৃত্যু। আমরা ভয়ঙ্কর মৃত্যুপুরির মধ্যে বাস করছি।

তিনি জানান, সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন যুবদল সভাপতি জবান আলীকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নেওয়ার পর রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশ পাওয়া গেছে।

রিজভী বলেন, একনায়ক সরকারের সময় তুমুল আন্দোলনের মূহুর্তে নেতাকর্মীরা মারা গেছে। কিন্তু বর্তমান সরকার অত্যন্ত ঠাণ্ডা মাথায় প্রাণ ভয়ে আত্মগোপন থেকে নেতাকর্মীদের তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করছে। নিজের (সরকার) নিরাপত্তা নিশ্চিত করতে এভাবে একের পর এক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে।

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার তালিকার দেওয়ার প্রসঙ্গে বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত রিজভী বলেন, প্রতিদিন মৃত্যুর মিছিল বাড়ছে। সেখানে সুনির্দিস্ট তালিকা দেওয়ার সময় কোথায়।

সংবাদ সম্মেলনে উপস্তিত ছিলেন- দলের সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, বেলাল হোসেন, যুবদলের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)