হরতালে স্বাভাবিক বেনাপোল

বেনাপোল সংবাদদাতা : জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আমদানি-রফতানি স্বাভাবিকসহ বন্দরে লোড-আনলোড প্রক্রিয়া সচল রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত, ব্যাংক, বীমা, দোকানপাট খোলাসহ সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো গাড়ি চলাচল করছে না। হরতালের সমর্থনে নেতাকর্মীদের মিছিল মিটিং বা পিকেটিং করতে দেখা যায়নি।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাধন কুমার কুণ্ডু বলেন, ‘হরতালে বেনাপোল কাস্টম হাউজে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হরতালের কোন প্রভাব পড়েনি এখানে।’
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) ড. আনোয়ার হোসেন মল্লিক বলেন, ‘সকাল থেকে বন্দরে অন্যদিনের মতো লোড-আনলোড প্রক্রিয়া সচল রয়েছে। ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক আছে।’ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, সকালের দিকে যে সকল যাত্রী দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছে তারা সকলে চেকপোষ্ট পার হয়ে ভারতে গেছেন আবার ভারত থেকে অনেক যাত্রী এসেছেন।
বেনাপোল পোর্ট ও শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন ও আহমেদ কবীর জানান, হরতালে শার্শা উপজেলা ও বেনাপোলের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় দলটি।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)