চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে ১৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে বুধবার রাতে এ সব জাটকা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। আটক করা জাটকাগুলো বৃহস্পতিবার সকালে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম. মাহফজুল ইসলাম দ্য রিপোর্টকে জানায়, ভোলা থেকে ছেড়ে আসা এমভি টিপু-২ নামে যাত্রীবাহী একটি লঞ্চ মেঘনা নদীপথে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা লঞ্চটিতে অভিযান চালায়।

এ সময় লঞ্চে পরিত্যক্ত অবস্থায় ১৫০ মন জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ টাকা বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমবি/এমএইচও/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)