কুড়িগ্রামে আরও ২ শিশুর মৃত্যু
কুড়িগ্রাম সংবাদদাতা : শীতজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতালে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে মারা যায় চার শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে ৮১ শিশুসহ ১৮৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া প্রতিদিনই আউটডোরে ৪শ’ থেকে ৫শ’ রোগী চিকিৎসা নিচ্ছে। যাদের বেশির ভাগই শিশু।
কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নজরুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, গত ২৪ ঘণ্টায় নিউমোনিয়া ও ডায়রিয়ার আক্রান্ত হয়ে শিখা ও শিমুল নামে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে মারা যায় মোট চার শিশু।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)