‘ফসলী জমি রক্ষা করে কয়লা উত্তোলন’
দ্য রিপোর্ট প্রতিবেদক : ফসলী জমি রক্ষা করে কয়লা উত্তোলনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়লা উত্তোলনের বিষয়টি ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে নতুন প্রযুক্তির অপেক্ষায় থাকার কথাও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটির সভায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ কথা জানান। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কয়লা উত্তোলনের বিষয়ে প্রায়ই নানা কথা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে দিক-নির্দেশনা দিয়ে গেছেন যে, প্রথম হলো আমাদের ফুড সিকিউরিটি (খাদ্য নিরাপত্তা)। তারপর বাকি ব্যাপারগুলো আসবে। অর্থাৎ আমার জমি আগে, ফসলী জমি আমি রক্ষা করতে চাই। তারপর সিদ্ধান্ত নেব আমরা কয়লা উত্তোলন করবো কি না।
নসরুল হামিদ বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, কয়লা উত্তোলনের বিষয়টি আমরা ভবিষ্যতের উপর ছেড়ে দিতে চাই। এর মধ্যে হয়তো কয়লা উত্তোলনের নতুন কোনো প্রযুক্তি আসবে। এই মুহূর্তে কয়লা উত্তোলনের জন্য আমরা নতুন প্রযুক্তির অপেক্ষায় থাকবো।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের কার্যক্রমের বিষয়ে ওয়াকিবহাল হলেন। আগামী ৫ বছরের চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে মোকাবেলা করবো সে বিষয়ে তিনি দিক-নির্দেশনা দিয়েছেন।
নসরুল হামিদ বলেন, সভায় ভবিষ্যতে গ্যাস সংকটের বিষয়ে আলোচনা হয়েছে। যে প্রকল্পগুলোর বিষয়ে এ বছরের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা সেগুলো দ্রুত নেওয়া, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো কত দ্রুত স্থাপন করতে পারি সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এখন আমাদের রিজার্ভ ১৮ বিলিয়ন ডলারের মতো। আগামীতে এটা ২০ বিলিয়নে উন্নীত হবে। তাই বিদেশের উপর নির্ভরশীল না হয়ে কীভাবে আমাদের অর্থ ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারি তা চিন্তা করতে হবে। নতুন করে পায়রাবন্দর হয়েছে। এ বন্দরে আমরা কিভাবে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারি সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী তৌফিক-ই-এলাহী চৌধুরী সাংবাদিকদের বলেন, গত ৫ বছরে বিদ্যুৎ খাতের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধারা অব্যাহত রাখার নির্দেশও দিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/আরএমএম/ এমডি/এএইচ/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)