বরিশালে কারেন্ট জাল আটক
বরিশাল সংবাদদাতা : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী থেকে প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, সকালে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। এ সময় তারা প্রায় ২০ লাখ মিটার কারেন্ট জাল আটক করে। এ সময় জেলেরা পালিয়ে যায়। কোস্টগার্ডের লে. মহিউদ্দিন ও পুলিশের (এএসআই) মিলন অভিযানে নেতৃত্ব দেন। এ জালগুলো উলানিয়া বন্দরে পোড়ানো হবে বলে তিনি জানান।
(দ্য রিপোর্ট/বিএস/ইইউ/এমডি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)