ভক্তদের চমকে দিলেন টেইলর
দ্য রিপোর্ট ডেস্ক : লন্ডনে ওটু এরিনায় আয়োজিত সংগীতের আসরে স্ক্রিপ্ট ব্যান্ডের প্রধান গায়ক ড্যানির সঙ্গে আকস্মিকভাবে মঞ্চে যোগ দেন টেইলর সুইফট। বুধবার রাতে ঘটনাটি ঘটে। এতে করে উপস্থিত সংগীত ভক্তদের চমকে দেন তিনি। খবর কন্টাক্ট মিউজিকের।
জানা যায়, ২৩ বছর বয়সী ব্রিটিশ গায়িকা ও হলিউড তারকা টেইলর সম্প্রতি তার নতুন অ্যালবাম ‘রেড’- এর প্রচারণার উদ্দেশ্যে ‘রেড’ ট্যুারে লন্ডনে গিয়েছেন।
ভক্তদের উদ্দেশে তিনি জানান, ইংল্যান্ডে এসে অনেকগুলো ব্যান্ড দলের সঙ্গে তার পরিচিতি ঘটেছে এবং এদের মধ্যে কয়েকটি তার প্রিয় ব্যান্ডে পরিণত হয়েছে। এখানে এসেই প্রথম যে ব্যান্ডের গান তিনি শুনেন তা হল ‘স্ক্রিপ্ট’। তার মতে, স্ক্রিপ্টের প্রধান গায়ক ড্যানি চমৎকার গান গায়। আর তাই প্রিয় গায়কের সঙ্গে মঞ্চে যোগ দেন তিনি।
উচ্ছ্বসিত ভক্তদের আগ্রহের মুখে টেইলর ও ড্যানি ইরিশ ব্যান্ডের হিট সংগীত ‘ব্রেকইভেন’ যৌথভাবে গেয়ে ভক্তদের ধন্যবাদ জানালেন।
জানা যায়, চলতি মাসের ১১ তারিখে শেষ হবে ব্রিটিশ গায়িকার রেড ট্যুর।
(দ্য রিপোর্ট/পিআর/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)