চুয়াডাঙ্গা প্রতিনিধি : তিন বছর কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে তিন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার দুপুর দেড়টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তারা হলেন- ফরিদপুর জেলার সালথা উপজেলার হোগলাকান্দি গ্রামের ফিরোজ মোল্লার ছেলে মনিরুল মোল্লা (১৭), বিশু মিয়ার ছেলে রুবেল (১৮) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পিন্টু (২৫)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার আব্দুল আওয়াল জানান, এরা ২০১১ সালে পাচারকারীর খপ্পরে পড়ে হিলি ও দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ধরা পড়ে। পরবর্তীতে অপ্রাপ্ত বয়সের এই তিন বাংলাদেশি কিশোরকে কারাগার থেকে নেওয়া হয় ভারতের কৃষ্ণনগর সেফ হোমে। সেখানে সাজার মেয়াদ শেষ হলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিএসফ।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার আব্দুল আউয়াল, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই শেখ মাহবুব ও দামুড়হুদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাহের। ভারতের পক্ষে ছিলেন বিএসএফ’র গেদে কোম্পানি কমান্ডার বি বি বিশ্বাস ও ইমিগ্রেশন ইনচার্জ তন্ময় বিশ্বাস।

(দ্য রিপোর্ট/এমআরআর/এফএস/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)