দ্য রিপোর্ট ডেস্ক : লিওনার্দো ডিক্যাপ্রিওর পাশাপাশি ৮৬তম অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাককনোগে। সম্প্রতি তার সহপ্রতিযোগী ডিক্যাপ্রিওর দারুণ প্রশংসা করলেন ৪৪ বছর বয়সী ম্যাথিউ। খবর ডিএনএ সংবাদ সংস্থার।

অস্কার মনোনীত ছবি ‘দ্য উলফ অফ ওয়ান স্ট্রিট’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ও ‘ডায়ার্স বায়ার্স ক্লাব’ তারকা ম্যাথিউ ম্যাককনোগে সম্প্রতি ছোটপর্দায় মুখোমুখি হন। এ সময় ম্যাথিউ ডিক্যাপ্রিওর প্রশংসায় বলেন, ‘ডিক্যাপ্রিও এ প্রজন্মের সেরা অভিনেতাদের একজন। তিনি এমন সব কাজ করছেন যা সমালোচনা ও পুরস্কৃত হওয়ার যোগ্য।

চলতি বছর রোমান্টিক কমেডিতে অভিনয়ের জন্য বিখ্যাত ম্যাথিউ সম্প্রতি ‘ডায়ার্স বায়ার্স ক্লাব’-এ একজন এইডস রোগীর জীবনীতে অভিনয় করে গ্লোডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। জানা যায়, চলতি মাসের ২৮ তারিখে ‘ডায়ার্স বায়ার্স ক্লাব’ ভারতে মুক্তি পাবে।

সাধারণত তারকাদের মধ্যে সবসসময় তুচ্ছ বিষয় নিয়ে দা-কুমড়ো সম্পর্ক লেগেই থাকে। কিন্তু লিওনার্দো ও ম্যাথিউ এদিক থেকে ব্যতিক্রম। এ বছর একই ক্যাটাগরিতে দুজনই অস্কার মনোনয়ন পেয়েছেন। এখন প্রশংসার ফলস্বরূপ লিওনার্দো অস্কার অর্জন করলে ম্যাথিউ কতটুকু খুশি হবেন তা দেখারই অপেক্ষা।

(দ্য রিপোর্ট/পিআর/এমসি/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)