কুড়িগ্রামে জামায়াত-শিবিরের আটক ২৬
কুড়িগ্রাম সংবাদদাতা : হরতালে নাশকতা ঠেকাতে কুড়িগ্রামে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
জেলার বিভিন্ন উপজেলায় বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সদর উপজেলায় সাতজন, নাগেশ্বরী উপজেলায় চারজন, উলিপুর উপজেলায় চারজন, রাজারহাট উপজেলায় দুজন, ভুরুঙ্গামারী উপজেলায় একজন, চিলমারী উপজেলায় তিনজন, রাজিবপুর উপজেলায় দুজন ও রৌমারী উপজেলায় তিনজন রয়েছেন।
পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, জামায়াত-শিবিরের ডাকা হরতালে নাশকতা ঠেকাতে তাদের আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেআই/ইইউ/এমএআর/এএইচ/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)