দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ১৮ দলের টানা ৬০ ঘণ্টার হরতালে দেশের জনগণ সর্বাত্মকভাবে সমর্থন দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সোমবার সোয়া ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার‌্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘নির্দলীয় সরকারের দাবিতে দেশের জনগণ জেগে উঠেছে। দাবি আদায়ে তারা রাস্তায় নেমে এসেছে।’

দলীয় কার্যালয়ে পুলিশ দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমন অভিযোগ করে তিনি বলেন, ‘হরতালে আমরা দলীয় কার্যালয়ে বিভিন্ন ঘটনা লিপিবদ্ধ করে থাকি। দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের প্রবেশ করতে দেয়া হয় না। এছাড়া হরতালে শান্তিপূর্ণ মিছিলে বাধা দেয়া হচ্ছে। রাস্থায় বের হলে পুশিল লাঠি পেটা ও গুলি করে। তারপরও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। দোকান পাঠ খুলছেন না। গাড়ি রাস্তায় বের হচ্ছে না।’

এদিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনের সড়কে অতিরিক্ত পুলিশ মোতোয়েন করা হয়েছে। ভোর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

হরতালের শুরুতে তিনি ভোর ৬টায় হেঁটে দলীয় কার্যালয়ে প্রবেশ করেন। হরতাল চলাকালে অফিসে অবস্থান নিবেন বলে জানা গেছে। এছাড়া দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন দলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়ে সোমবার ভোর ৬টা থেকে চলবে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

(দিরিপোর্ট২৪/এমএইচ/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)