দ্য রিপোর্ট ডেস্ক : নারী শিশুদের শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার হওয়ায় তালেবানের গুলি খেয়েও বেঁচে যাওয়া পাকিস্তানি স্কুলবালিকা মালালা ইউসুফজাই এবার শিশুদের নোবেলের জন্য মনোনীত হয়েছেন। সুইডেনে বুধবার ‘ওয়ার্ল্ড চিলড্রেন্স প্রাইজের’ জন্য মনোনীত আরও দুইজনের সঙ্গে তার নামও ঘোষণা করা হয়।

২০০০ সালে যাত্রা শুরু করা এই পুরস্কারটি শিশুদের নোবেল নামেও পরিচিত। বিশ্বের ১১০টি দেশের ৬০ হাজার স্কুলে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির জন্যই এটা চালু করা হয়। এ ছাড়া মানবাধিকার নিয়ে লড়াইকারীদের জীবন সংগ্রাম নিয়ে পড়াশোনা করা এবং পুরস্কার বিজয়ীর ভোট দেওয়ার জন্যও প্রচার চালানোর মতো বিষয়ও এর উদ্দেশ্যের মধ্যে রয়েছে।

ওই পুরস্কারের জুরি বোর্ডের সদস্য লিভ কিজেলবার্গ (১৫) বলেন, ‘মালালা নিজেও একজন শিশু। তিনি শুধু পাকিস্তানের মেয়েদের শিক্ষার অধিকার নিয়েই লড়াই করেননি। বরং এর মধ্য দিয়ে প্রকারান্তরে তিনি পুরো দুনিয়ার মেয়েদের শিক্ষার অধিকার নিয়েই লড়াই করেছেন।’

২০১৩ সালে মালালা নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন। তবে, তিনি ইউরোপীয় ইউনিয়নের ‘শাখারভ’ মানবাধিকার পুরস্কারে ভূষিত হন।

এ বছর একই পুরস্কারের জন্য মনোনীত অন্য দুজন হলেন- যুক্তরাষ্ট্র ভিত্তিক দাতব্য শিক্ষালয় ‘রুম টু রিড’ ও নেপালের একটিভিস্ট ইন্দিরা রমানগর। রমানগর বন্দীদের সন্তানদের সাহায্য করে থাকেন।

মনোনীত তিনজনের প্রত্যেকেই পুরস্কারের জন্য নির্ধারিত ১ লাখ ডলারের একটা করে অংশ পাবেন। চলতি বছরের অক্টোবর মাসে সুইডেনেরই কোন এক শহরে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)