শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ‘গঙ্গাস্নান’
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার শিবগঞ্জ উপজেলায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ‘তর্ত্তিপুর গঙ্গাস্নান’ পালিত হয়েছে।
তর্ত্তিপুর মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক কমল কুমার ত্রিবেদী জানান, প্রতি বছরের মত এবারও মাঘী সপ্তমী অর্থাৎ বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় তীর্থস্থান শিবগঞ্জের তর্ত্তিপুরে গঙ্গাস্নানে হাজার হাজার পূণ্যার্থীরা মিলিত হয়েছিলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, সাধক জাহ্নমনির ধ্যানের প্রভাবে তর্ত্তিপুর দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে আসছে। তখন থেকে বয়ে যাওয়া গঙ্গা নদীর তর্ত্তিপুর নামক স্থানে নাটোর, নওগাঁ, রাজশাহী, পাবনা, বগুড়া, জয়পুরহাটসহ দেশের বিভিন্ন স্থান এমনকি ভারত থেকে এ তীর্থস্থানে গঙ্গাস্নান করতে আসেন ভক্তরা।
গঙ্গা নদীতে পিন্ডি-অস্থি নিক্ষেপ, পূজা অর্চনা করা হয়ে থাকে। এ উপলক্ষে দিনব্যাপী মেলার আয়োজনও করা হয়।
সারা দেশে বৃহস্পতিবার জামায়াতের হরতাল হলেও হিন্দু সম্পদায়ের নেতাদের অনুরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)