প্রতিমা ভাঙচুর
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার সদর উপজেলার চরবাসুদেবপুরে একটি সরস্বতী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময়ে এটি ভাঙচুর করা হয়।
সদর থানার ওসি জসিম উদ্দীন ও পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পদক রনি কর্মকার জানান, ভক্তরা বৃহস্পতিবার সকালে এসে প্রতিমাটি ভাঙ্গা দেখতে পান। দুর্বৃত্তরা প্রতিমার মাথা ভেঙ্গে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সরস্বতী প্রতিমার দুই হাত ও রাজহাঁসের মাথা ভেঙ্গে ফেলেছে।
কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে না পারলেও রনি কর্মকার জানান, স্থানীয় কোনো লোক এটা করেনি। বাইরের কেউ এসে প্রতিমা ভেঙ্গেছে।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক সরদার সরফত আলী, পুলিশ সুপার বশির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পূজা উদযাপন কমিটির সদস্য শ্যামল কুমার এ ঘটনায় বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন।
(দ্য রিপোর্ট/এআরএন/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)