৬ ফেব্রুয়ারির গেইনার তালিকা
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকার প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড। এদিন এ শেয়ারের দর বেড়েছে ৭.৪১ শতাংশ বা ১২.৯ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে রেনেটার শেয়ার দর বেড়েছে ৭.৩৭ শতাংশ বা ৬২.৪ টাকা, রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর বেড়েছে ৫.৯০ শতাংশ বা ৯.৬ টাকা, বাটা সু’র ৫.৭৯ শতাংশ বা ৪৬.১ টাকা, গ্রিন ডেল্টার ৫.৭৯ শতাংশ বা ৫.৬ টাকা, ম্যারিকোর ৫.৬৪ শতাংশ বা ৪৭.৮ টাকা, প্রগতি লাইফের ৫.৬২ শতাংশ বা ১২.৬০ টাকা, পদ্মা লাইফের ৫.৫৭ শতাংশ বা ৪.৯ টাকা, বেঙ্গল উইন্ডসোরের ৫.৩৬ শতাংশ বা ৩ টাকা এবং লিনডে বিডির শেয়ার দর বেড়েছে ৫.২০ শতাংশ বা ৩৯.২ টাকা।
(দ্য রিপোর্ট/ডব্লিউএন/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)