বগুড়া সংবাদদাতা : বগুড়া গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মোবাইলসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকৃতরা হল- নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার মরদা সাদী গ্রামের আমীর আলীর ছেলে শুকুর আলী (২৩) ও বগুড়ার ধুনটের বেড়ের বাড়ি কেরানী পাড়ার মৃত মোবারক আলীর ছেলে আনিছুর রহমান (৫০)।

বগুড়া গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘২৪ ঘণ্টায় পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি বড় ছুরি, দুটি সাবল, তিনটি মোবাইল ফোন সেট ও ডাকাতির কাজে ব্যবহৃত সিঁদ খোঁড়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এরা একাধিক স্থানে ডাকাতির ঘটনায় জড়িত আছে।’

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)