দ্য রিপোর্ট প্রতিবেদক : বেয়াইসহ বিএনপি নেতা এবং সাবেক ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে অর্থ পাচারের দায়ে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার কমিশনের নিয়মিত বৈঠকে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে। দুদক সূত্র দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিটিটিবি'র টেলিটক মোবাইল এবং মোবাইল নেটওয়ার্কি-এর সিমেন্সকে আন্তর্জাতিক দরপত্রে ৪০ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে আমেরিকা প্রবাসী আমিনুল হকের বেয়াই মো. মিজানুর রহমানের মাধ্যমে ১৩ কোটি ৬৬ লাখ ৫১ হাজার ৬০০ টাকা (১৭ লাখ আট হাজার ১৪৫ মার্কিন ডলার) ঘুষ গ্রহণের দায়ে এ চার্জশিট অনুমোদন দিয়েছে কমিশন।

আসামিরা মানিলন্ডারিং অপরাধ করায় তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৩ ধারা তথা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯ এর ৪(২) ধারা তথা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ধারায় মামলাটির চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ এ মামলাটির তদন্ত করেছেন।

২০১২ সালের ৭ জুন রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি (মামলা নং-২৩) দায়ের করা হয়েছিল। ওই সময় দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৩)