ঝিনাইদহে বিএসএফের হাতে বাংলাদেশী আটক
ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর সীমান্তের ৫০নং মেইন পিলারের পাশ থেকে লাল্টু মিয়া (২৫) নামে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তাকে আটক করে ভারতের বাগদা থানায় সোপর্দ করা হয়েছে।
লাল্টু মিয়া মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
বিজিবি যাদবপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহজালাল জানান, লাল্টু মিয়া বুধবার বিকেলে ভারতীয় নাগরিককে মারধর করে। আজ (বৃহস্পতিবার) সীমান্তের ৫০নং মেইন পিলারের নিকট গেলে ভারতের হরহরপুর গ্রামের লোকজন তাকে ধরে বিএসএফ’র কাছে সোপর্দ করে। পরবর্তীতে বিএসএস তাকে ভারতের বাগদা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ব্যাপারে দুপুর ২টার দিকে ৪৯নং মেইন পিলারের নিকট বিজিবি ও বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন সুবেদার শাহজালাল ও বিএসএফ’র পক্ষে মধুপুর কোম্পানি কমান্ডার রুহিত চৌধুরী।
(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)