মাদারীপুর সংবাদদাতা : বিএনপির সঙ্গে সংলাপ ও মধ্যবর্তী নির্বাচন দুটোই ‘নাকচ’ করে দিলেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

জেলার শিবচরে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের সাবেক হুইপ নুর-ই-আলম চৌধুরীর বাবা আওয়ামী লীগ নেতা মরহুম ইলিয়াছ আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শাজাহান খান বলেন, ‘সংলাপ কার সঙ্গে? এখানে মতাদর্শের লড়াই এই যে, একদিকে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি আরেকদিকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই দুই শক্তির সংলাপ হতে পারে না।’

তিনি বলেন, ‘বিএনপিকে যদি সংলাপ করতে হয় তা হলে সন্ত্রাস, অস্ত্রবাজি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেই সংলাপে আসতে হবে। তাদেরকে নিয়ে কোনও আলোচনা হবে না।’

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আমরা এখন ভাবছি না।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল তালুকদার, সাধারণ সম্পাদক ডা. সেলিম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রশাসনিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন এবং মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। বিকেল ৪টার দিকে জেলা সদর জামে মসজিদ মাঠে গণসংবর্ধনায় অংশ নেন মন্ত্রী শাজাহান খান।

(দ্য রিপোর্ট/এসএইচটি/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)