সাতক্ষীরায় ভারতীয় শাড়ি ও ফেনসিডিল উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে বিজিবি ও গোয়েন্দা পুলিশ পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও ফেনসিডিল উদ্ধার করেছে। বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ সব মালামাল উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমাম আহসান জানান, ভোরে কলারোয়া উপজেলার কুশাডাঙ্গা সীমান্তে নায়েক সুবেদার কবির আহমদের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় ২ হাজার ৪০০ মিটার থান কাপড়, ১৫১টি থ্রি-পিচ, শাড়ি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে কলারোয়া থানায় একটি মামলা করা হয়েছে। আটক এ সব চোরাচালানি মালামালের মূল্য প্রায় ১৭ লাখ ৯০ হাজার টাকা।
অপরদিকে, দুপুরে গোয়েন্দা পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তহিদুর রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। সে ভাদড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল হান্নানের নেতৃত্বে পুলিশ বিপুল পরিমাণ ফেনসিডিল আটক করে। আটক ফেনসিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) সরদার মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।’
(দ্য রিপোর্ট/এমআর/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)