কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সৈয়দ মাছ-উদ রূমী সেতুর পূর্বপাশে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মোহাম্মদ আলী (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেকুজ্জামান জানান, মোহাম্মদ আলী মোটরসাইকেল চালিয়ে কুমারখালী থেকে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। এ সময় একটি আলু বোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিএনপি দলীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী কুমারখালী উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও চাপড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)