দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন বাংলাদেশী ব্যাটসম্যানদের ওপর কিছুটা হলেও ছড়ি ঘুরিয়েছেন অজান্তা মেন্ডিস। নিয়েছেন ৪টি উইকেট। ঢাকা টেস্টে একাদশে জায়গা হয়নি তার। চট্টগ্রাম টেস্টে ফিরে ৪ উইকেট পেয়ে তাই যারপনাই খুশি মেন্ডিস। মেন্ডিস বলেছেন, ‘এক বছর পর টেস্ট দলে ফিরে ৪ উইকেট পেয়ে আমি খুবই খুশি।’

মেন্ডিসের মতে চট্টগ্রামের উইকেট ব্যাটসম্যানদের দিকেই বাড়িয়ে দিয়েছে বন্ধুত্ব। তিনি বলেছেন, ‘উইকেট ব্যাটিংবান্ধব। তারপরও সুরাঙ্গা লাকমাল এবং দিলরুয়ান পেরেরা দারুণ বোলিং করেছেন। সব মিলিয়ে আমাদের সাফল্যের কারণই ওই ভালো বোলিং।’ নিজ দলের বোলারদের কৃতিত্ব দিলেও বাংলাদেশী ব্যাটসম্যানদের প্রশংসা করতে ভুলেননি মেন্ডিস। তিনি বলেছেন, ‘বাংলাদেশী ব্যাটসম্যানরাও দারুণ খেলেছেন। বিশেষ করে ৩/৪ চার জন ধৈর্য্যের পরিচয় দিয়ে ব্যাটিং করেছেন।’ মেন্ডিসের বলে একাধিক ক্যাচ ফেলেছেন শ্রীলঙ্কান ফিল্ডিররা। কিন্তু এতে মোটেও বিচলিত হননি তিনি। এ ব্যাপারে তিনি বলেছেন, ‘আসলে সবাই আজ (বৃহস্পতিবার) ক্লান্ত ছিল। তা ছাড়া যে কেউ যে কোনো মুহূর্তে ক্যাচ ধরতে পারে; আবার তা পড়েও যেতে পারে। সুতরাং এ বিষয়ে বিশেষ কিছু বলার নেই।’

চতুর্থ দিনে শ্রীলঙ্কার লক্ষ্য কী হবে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমাদের এখনও ২টি উইকেট নিতে হবে। তারপর বলা যাবে কী হবে। আর আমরা আসলে ম্যাচ জিততেই চাই। আমরা জেতার জন্যই মাঠে নামব।’

(দ্য রিপোর্ট/আরআই/এএস/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৬, ২০১৪)