জাহিদ হাসান, দ্য রিপোর্ট : অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বইপ্রেমীদের আশার পারদ থাকে অনেক উপরে। কেউ বন্ধুদের নিয়ে আসতে ভালবাসেন, কেউবা পরিবারসহ। সেক্ষেত্রে তারা শুক্রবার কিংবা শনিবারকে বেছে নেন। কারণ এই দুই দিন সরকারি ছুটি। মানুষের ব্যস্ততা কম। সপ্তাহের ক্লান্তি দূর করতে বইয়ের টানে মেলায় ছুটে আসেন অনেকে।

বইমেলার প্রকাশক ও বইপ্রেমীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।

মেলায় নিয়মিত বই কিনতে আসেন মহুয়া সুলতানা মৌ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের এই বইপ্রেমী দ্য রিপোর্টকে বলেন, ‘আসলে আগামীকাল (শুক্রবার) আমি পুরো ফ্যামিলি নিয়ে আসব ঘুরতে ও নিজের পছন্দের বইটি কিনতে। তাই ঘোরা ও বই কেনার জন্য সবচেয়ে ভাল দিন হতে পারে শুক্রবার কিংবা শনিবার।’

সেবা প্রকাশনীর জুনিয়র সহকারী ব্যবস্থাপক মো. আবদুস সালাম দ্য রিপোর্টকে জানান, ছুটির দিনে সাধারণত বেশি বিক্রি হয়। অন্য দিনগুলোতে মানুষ বেশি ব্যস্ত থাকায় তারা এই দিনটিতে ভিড় করেন। অনেকেই দল বেঁধে এই দিনটিকে পছন্দ করেন।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আফসানা সেতু জানান, পুরো সপ্তাহ জুড়ে মানুষ থাকে ব্যস্ত। তাই শুক্রবার নিজেদের ফ্রেশ করতে যাই বইমেলাতে। ঘুরে, পছন্দমত বইও কিনে।

আগামী প্রকাশনীর বিক্রেতা শাহীন আহমেদ দ্য রিপোর্টকে বলেন, প্রতিবারই দেখা যায় অন্যান্য দিনের চেয়ে সরকারি ছুটির দিনে বেশি মানুষের ভিড় হয়।

অনেকেই আছেন যারা পরিবারের সদস্যদের নিয়ে ছুটির দিনে বইমেলায় আসতে ভালবাসেন।

বইমেলায় ঘুরতে আসা মাসুম আব্দুল গাফ্ফার দ্য রিপোর্টকে বলেন, আজকে এমনি ঘুরতে এসেছি। দেখতে এসেছি কোন কোন নতুন বই এসেছে। শুক্র কিংবা শনিবার আসব ফ্যামিলির সবাইকে নিয়ে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এইচএসএম/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)