হরতালে স্বাভাবিক সচিবালয়
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে সচিবালয়ের কাজকর্মে কোন প্রভাব পড়েনি। হরতালকে কেন্দ্র করে সচিবালয় ও এর আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নির্বাচনের সময় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট।
মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকার কারণে সোমবার দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। এজন্য অভ্যর্থনা কক্ষ ও সচিবালয়ের ভেতরে চলাচলের স্থানগুলোতে কোলাহল নেই।
স্বরাষ্ট্র, খাদ্য, শিক্ষা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ধর্ম মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই অফিসে উপস্থিত হয়েছেন।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পৌনে ১১টার দিকে শ্রম ও কর্মসংস্থান সচিব সাংবাদিকদের ব্রিফিং করেন। মন্ত্রিসভার বৈঠক সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা ১২টার দিকে শুরু হয়।
হরতালের কারণে সচিবালয়ের সামনের রাস্তার একাংশ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সচিবালয়ের পশ্চিম পাশে রাস্তাটিতেও গাড়ি চলাচল করতে দেয়া হচ্ছে না।
কর্মকর্তারা অফিসে আসতে গাড়ি ব্যবহার করেননি। তাই সচিবালয়ের পার্কিংয়ের জায়গাগুলো ফাঁকা পড়ে আছে।
(দিরিপোর্ট২৪/এমসি/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)