বেনাপোলে শিশুসহ আটক ৯
বেনাপোল সংবাদদাতা : ভালো কাজের প্রলোভনে পড়ে অবৈধপথে ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে শিশুসহ নয় মহিলাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
বেনাপোল-২৬ বিজিবি চেকপোস্ট ক্যাম্পের কমান্ডার এম আব্দুল্লাহ জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল চেকপোস্ট এলাকায় অভিযান চালায়। এ সময় সাত মহিলা ও দুই শিশুকে আটক করা হয়।
তারা জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের ভারতে নেওয়া হচ্ছিল।
তাদের বাড়ি ফরিদপুর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে থানায়।
বিএসএফের হাতে যুবকের মৃতদেহ
যশোর বেনাপোলের পুটখালি সীমান্তের বিপরীতে ভারতের আংরাইল সীমান্তের ইছামতি নদী থেকে সুরেশ কুমার (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
নদীতে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মৃতদেহটি ভেসে থাকতে দেখে বিএসএফ সেটা নিয়ে যায়।
নিহত সুরেশ ভারতের ২৪ পরগনা জেলার গাইঘাটা থানার আংরাইল গ্রামের রাজেষ কুমারের ছেলে।
পুটখালী গ্রামের অধিবাসীরা জানান, বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তের বিপরীতে আংরাইল সীমান্তের ইছামতি নদীতে বিকেলে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। প্রথমে ধারণা করা হচ্ছিল কোনো বাংলাদেশী গরু ব্যবসায়ীকে হত্যার পর লাশ ইছামতি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। পরে বেলা ৩টার দিকে মরদেহটি বিএসএফ সদস্যরা নিয়ে যায়। তারা সেটি ভারতীয় নাগরিকের বলে শনাক্ত করেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে খুলনা-২৩ বিজিবি ব্যাটালিয়নের মেজর হামিদ জানান, আমি যতটুকু জানি মরদেহটি ভারতীয় নাগরিকের। আর সেটি নদীর ভারতীয় সীমান্তের মধ্যে ছিল।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএআর/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)