দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের সন্দ্বীপ থানায় যুক্তরাজ্য প্রবাসীর জমি আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা কমিশনের চেয়ারম্যানের কাছে ভূমি আত্মসাতের অভিযোগটি খতিয়ে দেখতে জোর সুপারিশ জানিয়েছেন। ভুক্তভোগী তার নির্বাচনীয় এলাকা সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদের প্যাডে এমপি মিতা লিখিতভাবে এ সুপারিশ করেন। দুদক সূত্র এ তথ্য দ্য রিপোর্টকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মো. নোমান এবং তার স্ত্রী বর্তমানে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাস করছেন। ভূমি জালিয়াতচক্র প্রতারণার মাধ্যমে জাল দলিল প্রস্তুত করে তাদের চট্টগ্রামের হালিশহর থানার রামপুর মৌজার ২৩৫২ নাম্বার দাগের দশমিক ০২০২ একর জমি আত্মসাৎ করে। কমিশন অভিযোগটি শিগগিরই খতিয়ে দেখবে।

অভিযুক্তরা হলেন- চট্টগ্রাম জেলার হালিশহর থানার এএইচএম গোফরান উদ্দিন আহমদ, সন্দ্বীপ থানার কালাপানিয়া গ্রামের মো. বাবুল, মো. সালাহউদ্দিন, দেলোয়ারা বেগম, গাছুয়া গ্রামের একেএম শামসুল আলম ও মগধরা গ্রামের মো. শাহজাহান।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এপি/এএল/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)