মৌলভীবাজার সংবাদদাতা : দশম সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আগুন ও যানবাহন ভাঙচুরের মামলায় জুড়ী উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবদুল হাই হেলালকে (৫৭) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান দ্য রিপোর্টকে জানান, অন্য একটি মামলায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পান আবদুল হাই। কিন্তু ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সময় জুড়ী উপজেলার দুখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ও গাড়ি ভাঙচুরের অপর একটি মামলায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়।

(দ্য রিপোর্ট/টিএফ/এপি/এএল/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)