দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে সরাসির রাশিয়াগামী বিমানে সব ধরনের তরল পদার্থ বহন নিষিদ্ধ করেছে মার্কিন সরকার।

মার্কিন এয়ারলাইন্স বৃহস্পতিবার সাময়িকভাবে বিমানে তরল পদার্থ, জেল কিংবা অ্যারোসলজাতীয় পদার্থ বহন নিষিদ্ধ করে।

রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে টুথপেস্ট বোমা হামলা চালানো হতে পারে এমন তথ্যের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন সরকার।

এর আগে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের হোম সিকিউরিটি বিভাগের এক কর্মকর্তা জানিয়েছিলেন, সন্ত্রাসীরা বিমানে বিস্ফোরক বহন করে শীতকালীন অনুষ্ঠান চলাকালে হামলা চালাতে পারে।

এদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া শীতকালীন অলিম্পিক উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত মাস থেকেই রাশিয়া অভ্যন্তরীণ ও বাইরের সব বিমানে যে কোনো ধরনের তরল, পেস্ট ও জেলজাতীয় পদার্থ বহন নিষিদ্ধ করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এনবিসি টেলিভিশনে বলেন, শীতকালীন অলিম্পিক চলাকালে সন্ত্রাসবাদ মোকাবেলায় ঝুঁকি নিয়েছে রাশিয়া। খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন সরকার সব ধরনের চেষ্টা করেছে বলেও জানান তিনি।

অলিম্পিক চলাকালীন জরুরি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষ্ণসাগরে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন রেখেছে যুক্তরাষ্ট্র। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)