রানা প্লাজা ধস : ১৫৭ লাশের পরিচয় মিলেছে
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইল ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য দেওয়া ৩২২টি অজ্ঞাত পরিচয় লাশের মধ্যে ১৫৭ জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপার।
সচিবালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার ১৩৪ জন মারা যান। এর মধ্যে ৩২২টি মৃতদেহের পরিচয় পাওয়া যায়নি। এজন্য ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড) পরীক্ষার মাধ্যমে পরিচয় উদ্ঘাটনের জন্য দায়িত্ব দেওয়া হয় ঢাকা মেডেকেল কলেজের ফরেনসিক ল্যাবরেটরিকে।
পরিচয় জানতে ৫৪০টি পরিবারের ৫৪৮ জন নমুনা দেন। ল্যাবরেটরি এর মধ্য থেকে ১৫৭ জনের পরিচয় উদ্ঘাটন করতে পেরেছে। বাকি ১৬৫টি মৃতদেহ শনাক্ত করার প্রক্রিয়া চলছে।
তিনি আরো বলেন, শনাক্ত করা মৃতদেহের পরিবার সরকারের ঘোষণা অনুযায়ী ২ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবে।
(দিরিপোর্ট২৪/আরএম/এএস/জেএম/নভেম্বর ০৪, ২০১২)