পাকিস্তানে ড্রোন হামলা বন্ধের বিপক্ষে মার্কিন আইন প্রণেতা
দ্য রিপোর্ট ডেস্ক : আল কায়েদার সদস্যরা এখনও সক্রিয় আছে দাবি করে একজন প্রভাবশালী মার্কিন আইন প্রণেতা পাকিস্তানে ড্রোন হামলা কমানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন।
হাউস আর্মড সার্ভিসেস কমিটির সদস্য অ্যাডাম স্মিথ বৃহস্পতিবার ডিফেন্স রাইটার গ্রুপের এক বৈঠকে এ কথা জানান।
পাকিস্তানে ড্রোন হামলা কমানোর ব্যাপারে ওবামা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
ডেমোক্রেটিক দলের এই প্রভাবশালী আইন প্রণেতা বলেন, ‘আল কায়েদার সিনিয়র নেতারা এখনও সক্রিয়। আর তাদের দমনের সবচেয়ে কার্যকরী উপায় হলো ড্রোন।’
তিনি আরও বলেন, ‘অবশ্য ড্রোন হামলার কারণে অনেকেই আমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। ড্রোন হামলা কোনো কোনো ক্ষেত্রে কার্যকরী। তবে আন্তর্জাতিকভাবে ড্রোন হামলার কুখ্যাতি আছে।’
যুক্তরাষ্ট্রের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে চলতি সপ্তাহে পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
ওই সব প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা প্রশাসন ড্রোন হামলা কমানোর ব্যাপারে পাকিস্তানকে আশ্বস্ত করছে। কয়েক বছরের মধ্যে ড্রোন হামলা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে ওবামা প্রশাসন।
হোয়াইট হাউস অবশ্য এ সব প্রতিবেদন অস্বীকার করেনি। তবে এ ব্যাপারে সরাসরি কোনো মন্তব্যও করেনি। (সূত্র : পিটিআই)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)