ইয়াবাসহ ২ যুবক আটক
নারায়ণগঞ্জ সংবাদদাতা : সদর উপজেলার দেওভোগ এলাকা থেকে শুক্রবার সকালে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটকরা হলো- ফতুল্লা মডেল থানার দেওভোগ পানি ট্যাঙ্কি এলাকার আব্দুল হামিদের ছেলে সাদ্দাম (২৩) ও একই এলাকার রাম দাসের ছেলে সুজন চন্দ্র বৈদ্য (২৪)।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম জানান, সকাল সাড়ে ৯টার দিকে সাদ্দাম ও সুজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে এ সময় ১৫০ পিস ইয়াবা পাওয়া যায়।
(দ্য রিপোর্ট/এমএমএম/এমএইচও/এসবি/শাহ/ফেব্রুয়ারি ৭, ২০১৪)