মুন্সীগঞ্জে লরি খাদে, চালক নিহত
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার ফিদা পাম্প এলাকায় শুক্রবার সকালে একটি লরি খাদে পড়ে গেলে চালক সফিকুল ইসলাম (৩২) নিহত হয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুর-অর-রশীদ জানান, সকাল পৌনে ৬টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফিদা পাম্প এলাকায় লরিটি নিয়ন্ত্রণ হরিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
(দ্য রিপোর্ট/এমএস/ইইউ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)