পাবনায় গুলিসহ আ’লীগ নেতার ছেলে আটক
পাবনা সংবাদদাতা : পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরের ছেলেকে শটগান ও পিস্তলের ৩০ রাউন্ড গুলিসহ আটক করেছে র্যাব।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রিপন হোসেনকে (৩০) আটক করা হয়। আটক রিপনের বাড়ি সদর উপজেলার মজিদপুর গ্রামে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এবিএম ফারুকুজ্জামান জানান, জেলার ঈশ্বরদী শহরে এক যুবক অস্ত্র ও গুলিসহ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় রিপনকে আটক করা হয়।
আটক রিপনের স্বীকারোক্তি মোতাবেক র্যাব তার বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে র্যাব সদস্যরা ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়েরের পর রিপনকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান ওই র্যাব কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৩)