দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘গায়ের জোরে ৫ জানুয়ারি নির্বাচন করে নতুন সংসদ গঠন করেছে আওয়ামী লীগ’- বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) উদ্যোগে ‘৫ই জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন : গণতন্ত্র হত্যা ও সংকট উত্তরণের উপায়’ র্শীষক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কর্নেল অলি রামুর ঘটনার কথা উল্লেখ করে বলেন, রামুতে আওয়ামী লীগের নেতারা হামলা করেছে বলেই আজও তার বিচার হয়নি। তবে এভাবে চলতে থাকলে ৫ বছর তো দূরের কথা; আপনারা আর বেশিদিন ক্ষমতায় টিক থাকতে পারবেন না।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, বেগম জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই আপনিও তিনবার প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। যেভাবেই হোক আপনার সেই আশা পূরণ হয়েছে। এবার শান্ত হন।

তিনি বলেন, আলোচনায় এসে আবারও সকলের চাওয়া গ্রহণযোগ্য নির্বাচন করুন। তা না হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না।

আলোচনা সভায় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএম/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)