বাগেরহাট সংবাদদাতা : সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে পশ্চিম বিভাগের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাদার নদী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় তারা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর দুই সদস্যকে আটক করে।

শুক্রবার সকালে কোস্টগার্ড এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

আটককৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলার লক্ষ্মীখালী গ্রামের কাসেম গাজীর ছেলে আবুল হোসেন (৩০) ও শ্যামনগর উপজেলার বেতখালী গ্রামের ঢালির ছেলে মনিরুল ইসলাম (২৭)।

এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।

মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার বলেন, এরা বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)