‘বিরোধী দল দমনে সরকার ভয়ঙ্কর খেলায় মেতেছে’
যশোর অফিস : জেলা বিএনপি নেতারা অভিযোগ করে বলেছেন, যশোরের পুলিশ প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে। বিরোধী দল দমনে সরকার যে ভয়ঙ্কর খেলায় মেতেছে, তা ভবিষ্যৎ গণতান্ত্রিক রাজনীতির জন্য মোটেও মঙ্গলজনক নয়।
দলীয় নেতাকর্মীদের দমন-পীড়ন, গণগ্রেফতার, মিথ্যা মামলা ও ক্রসফায়ারে হত্যার হুমকিদানের প্রতিবাদে বিএনপি নেতারা শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দলের জেলা সেক্রেটারি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোরের পুলিশ প্রশাসন দলীয় ক্যাডারদের মতো বিরোধী দলের সক্রিয় নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বজনদের হুমকিধমকি দিচ্ছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ কল্পিত ও সাজানো মামলায় নেতাদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের নাটক মঞ্চস্থ করছে। এরই সর্বশেষ বলি হয়েছেন দলের সদর উপজেলা কমিটির সভাপতি মোহাম্মদ নূরুন্নবী। বুধবার সন্ধ্যায় আটকের পর তাকে সারারাত ডিবি অফিসে বসিয়ে রাখে পুলিশ। অথচ পরদিন তারা মামলায় দেখায়, বাড়ির পাশ থেকে মাটি খুঁড়ে একটি পুরনো অকেজো শুটারগান উদ্ধার করা হয়েছে।’
তিনি দাবি করেন, ‘শুধু জনপ্রিয় এই নেতাকে ফাঁসাতে এই অস্ত্র উদ্ধারের নাটক করেছে পুলিশ। একই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বাঘারপাড়ার নেতা আনোয়ার হোসেন ভুট্টোকে আটকের পরও। অ্যাডভোকেট সাবু অভিযোগ করেন, বিএনপি নেতা জিন্নাতুলের বাড়ি ভাঙচুর করেছে পুলিশ। ঘটনার সময় তার স্বজনদের শাসিয়ে এসেছে, ধরা না দিলে তাকে ক্রসফায়ারে দেওয়া হবে।’ এ ধরনের ন্যক্কারজনক কাজ থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি রফিকুর রহমান তোতন, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ ইসহাক, গোলাম রেজা দুলু, আবুল কালাম আজাদ, নগর সেক্রেটারি মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, পৌর কাউন্সিলর হাজী আনিসুর রহমান মুকুল, ফেরদৌসী বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
(দ্য রিপোর্ট/একে/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)