চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ ঘণ্টার ব্যবধানে ফের সোনার বার উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা।

শুক্রবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এয়ার এরাবিয়ার একটি বিমানের দুই যাত্রীর কাছ থেকে সোনার ৬টি বার উদ্ধার করা হয়। এয়ার এরাবিয়ার বিমানটি এসেছিল আমিরাতের শারজাহ থেকে।

এর আগে বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের ওই দেশটি থেকে আসা ফ্লাই দুবাইয়ের বিমানের সিটের নিচ থেকে ৪২০টি সোনার বার উদ্ধার করা হয়, যার ওজন সাড়ে ৪৮ কেজি।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ আল মামুন জানান, ওই বিমানের দুই যাত্রীর একজনের মানিব্যাগ এবং অন্যজনের জুতার ভেতর থেকে তিনটি করে ৬টি বার উদ্ধার করা হয়।

৭০০ গ্রাম ওজনের এ সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। পাসপোর্ট জব্দ করে ওই দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমকে/এনডিএস/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)