‘সরকার ভুল করলে সংসদ চাবুকের ভূমিকা নেবে’
দ্য রিপোর্ট প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সরকার ও প্রশাসন ভুল করলে সংসদ এবার চাবুকের ভূমিকা নেবে, যাতে সরকার ও মন্ত্রীরা সংসদের নিকট হাতজোড় করে থাকে। জবাবদিহির মধ্যে থাকে।’
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর জাসদ অফিসের কর্নেল তাহের মিলনায়তনে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘দশম জাতীয় সংসদ সদস্যদের কাছে শ্রমিক-কর্মচারিদের প্রত্যাশা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় শ্রমিক জোট।
হাসানুল হক ইনু বলেন, ‘৭৫-এর পর এই প্রথম সংসদে জঙ্গিবাদ ও জঙ্গিবাদের সঙ্গে বন্ধুত্বকারীরা নেই। এবার জঙ্গিবাদমুক্ত সংসদ হয়েছে। শ্রমিক, নারী ও সাধারণ জনদরদি এই সংসদ শ্রমিকদের স্বার্থরক্ষায় বিশাল নজরদারির ভূমিকা নেবে।’
তিনি বলেন, ‘আইন বাস্তবায়ন করা, নজরদারি করা ও আইনের বাইরে কেউ কিছু করলে সংসদ বাঘের বাচ্চার মতো হুঙ্কার দেবে। সংসদে যদি এমপিরা কিছু নাও বলেন, তবুও আপনারা শ্রম অধিদফতরে যাবেন। সেখানে গিয়ে আপনাদের দাবি সংসদের ৩৫০ জন এমপির কাছে পাঠাবেন। শুধু বাইরে মিছিল করলে হবে না, এভাবেই আপনাদের দাবি পূরণ হবে।’
সভাপতির বক্তব্যে জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আখতার এমপি বলেন, ‘এই সংসদ শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের দাবিগুলো আমরা সংসদে জানাব। আশা করি, এবার সংসদ শ্রমিকবান্ধব হবে।’
আরো বক্তব্য দেন- জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাবেক এমপি দেলোয়ার হোসেন, বিলসের সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন, গণতান্ত্রিক গার্মেন্টস ফেডারেশনের সভাপতি সুলতান রনি এবং শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নঈমুল হাসান জুয়েল।
(দ্য রিপোর্ট/এসএ/এসবি/এজেড/ফেব্রুয়ারি ৭, ২০১৪)