টঙ্গীতে বাসচাপায় কৃষক লীগ নেতা নিহত
গাজীপুর সংবাদদাতা : গাজীপুর টঙ্গীতে বাসচাপায় কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মো. আলম পালোয়ান (৩৫) নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শুক্রবার দুপুর পৌনে ১টায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার পোড়াবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর কাদেরিয়া টেক্সটাইল মিলের সামনে বাসের জন্য তিনি অপেক্ষা করছিলেন। এ সময় ২৭ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(দ্য রিপোর্ট/এমএমএফ/এফএস/এনডিএন/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)