দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে ৬০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহাদাত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন ববিতা, সাইমন সাদিক ও তমা মির্জা। চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী তমা মির্জা।

পারিবারিক বিনোদনের চলচ্চিত্র ‘তোমার কাছে ঋণী’। এ চলচ্চিত্রে মা ও সন্তানের ভালবাসাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

এ সম্পর্কে তমা মির্জা বলেন, ‘এটা তো আসলে ফ্যামিলি ড্রামা। সব চলচ্চিত্রই আইটেম গানসহ নাচ-গানে ভরপুর থাকবে, তা নয়। ফ্যামিলি ড্রামাও হতে হবে।

তিনি আরও বলেন, ‘এ মানসিকতার দর্শক থাকলে এ ধরনের চলচ্চিত্র হিট হবে। কারণ ফ্যামিলি ড্রামা থেকে দর্শক অনেক কিছু শিখতে পারে। জানতে পারে। দর্শক যদি পছন্দ না করে, এ ধরনের চলচ্চিত্র আর নির্মিত হবে না। এটা চলচ্চিত্রের জন্য খুব খারাপ। তবে ‘তোমার কাছে ঋণী’ চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক আশাবাদী।’

চিত্রনায়ক সাইমনের সঙ্গে জুটি বেঁধে কাজ করা সম্পর্কে তমা বলেন, ‘আমাদের রসায়ন ভালো। বাকিটা দর্শকের ওপর। আমরা জুটি হিসেবে কেমন সেটা দর্শক ঠিক করবে।’

অন্য চলচ্চিত্র নিয়ে ব্যস্ততার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘শাহনেওয়াজ কাকলীর ‘ঢেউ’ চলচ্চিত্রে অভিনয় করছি। শুটিং এখনও শেষ হয়নি। এ ছাড়া শাহাদাত হোসেন লিটনের ‘তুমি আমার প্রিয়তমা’, ‘মন বোঝে না’ চলচ্চিত্র দুইটিতে অভিনয় করছি।’

শাহাদাত হোসেন লিটনের চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটন ভাইয়ের দুই-তিনটি চলচ্চিত্রে অভিনয় করলাম। আমাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো।’

(দ্য রিপোর্ট/আইএফ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)