সাতক্ষীরা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ শুক্রবার দুপুরে সাতক্ষীরার বিভিন্ন মৎস্য প্রকল্প পরিদর্শন করেছেন।

এ সময় তিনি সদর উপজেলার এল্লারচর এলাকায় এক কোটি ২৬ লাখ ৩৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত মানসম্মত মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্য স্থাপনা পুনঃস্থাপন ও উন্নয়ন প্রকল্পের কাজও দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ, মৎস্য অধিদপ্তরের স্থাপনা বিভাগের প্রকল্প পরিচালক জাকির হোসেন, অধিদপ্তরের অর্থ ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র সরকার, সাতক্ষীরা মৎস্য কর্মকর্তা আব্দুল অদুদ, সাতক্ষীরা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কুমার বিশ্বাস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমআর/ইইউ/এসবি/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)