সিরাজদিখানে বাস-অটোবাইক সংঘর্ষ, নিহত ২
মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিএনজিচালিত অটোবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আহত হয়েছেন আরও তিনজন।
সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া এলাকায় শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকাগামী ‘গাংচিল’ পরিবহনের একটি বাস ও মাওয়াগামী একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অটোবাইকের দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এদের একজন অটোবাইক চালক এবং অপরজন অটোবাইকের আরোহী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের ঢাকায় পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ওসি আরও জানান, বাসচালক মো. ওসমান ও হেলপার সাজু মিয়াকে আটক করা হয়েছে। তাদের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ এলাকায়। বাসটিও আটক করা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএস/এফএস/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)