অনুপস্থিত থাকায় ডাক্তার শোকজ
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. জাকারিয়াকে শোকজ করেছে কর্তৃপক্ষ।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বৃহস্পতিবার তাকে শোকজ করা হয়। শনিবার ওই চিকিৎসকের কাছে শোকজের কাগজ পৌঁছে দেওয়া হবে। ডা. মো. জাকারিয়া গত দুদিন ধরে হাসপাতালে অনুপস্থিত রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. জিয়াউল ইসলাম জানান, অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. জাকারিয়াকে শোকজ করা হয়েছে। শনিবার ওই চিকিৎসকের কাছে শোকজের কাগজ পৌঁছে দেওয়া হবে।
স্থানীয়রা জানায়, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর চেম্বারে রোগী দেখলেও কর্মস্থলে নিয়মিত আসেন না। সোমবার তিনি ব্যক্তিগত অসুবিধায় ছুটিতে আছেন বলে জানালেও ওই দিন তিনি জেলা সদরে রোগী দেখেন। মঙ্গলবার কর্মস্থলে গেলেও বুধবার ও বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন।
টিএইচও মো. জিয়াউল ইসলাম বলেন, ‘আমি সবাইকে বলে দিয়েছি অন্তত বেতনের টাকাটা যেন হালাল করে নেন। কেউ দায়িত্বে অবহেলা করলে এর দায়িত্ব আমি নিতে যাবো কেন।’
(দ্য রিপোর্ট/এসকে/এফএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৭, ২০১৪)