দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মেরুল বাড্ডায় বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রহিম জানান, মালিবাগ থেকে আসা সুপ্রভাত পরিবহনের একটি গাড়ি (ঢাকা মেট্রো জ-১১-১৯২৬) মেরুল বাড্ডায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে যায়। এ সময় ওইস্থানে দাঁড়িয়ে থাকা দুই যুবক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতদের একজন সাইদুল ইসলাম (২৫)। তার বাবার নাম আব্দুল মজিদ। গ্রামের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে। সে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় থাকে। সাইদুল নারায়ণগঞ্জ ইপিজেডে কর্মরত ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত সাইদুল তার মামা আব্দুর রহিমের মেরুল বাড্ডা মসজিদ সংলগ্ন বাসায় বেড়াতে এসেছিল। সেখান থেকে বের হয়ে নিজ বাসায় যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

নিহত অপরজনের (বয়স আনুমানিক ২৫) নাম এখনও জানা যায়নি।

একই ঘটনায় আহত হাবিবুর রহমানকে (২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) নেওয়া হয়েছে। তিনি নর্দান ইউনিভার্সিটির ছাত্র।

তিনি ডিএমসির ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এনইউডি-এসআর/এফএস/এসকে/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ৭, ২০১৪)